Header Ads

অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের খুঁটিনাটি Part-1, Canva

অনেকেরই ইচ্ছা থাকে গ্রাফিক্স ডিজাইনের কাজ করার, স্পেশালই যাদের অনলাইন ব্যবসা আছে তাদের। কিন্তু তা হয়ে উঠে না কারণ গ্রাফিক্স ডিজাইন শুনলেই আমরা মনে করি এক গাদা এডোবি সফটওয়্যার এর কথা। কিন্তু এ সকল সফটওয়্যার ছাড়াও অনেক উপায় আছে গ্রাফিক্স ডিজাইনের কাজ করার। তার মধ্যে উল্লেখযোগ্য একটি মাধ্যম হচ্ছে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে। আজ এই অনলাইনের মাধ্যমে কিভাবে গ্রাফিক্স ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ অংশের কাজ করা যায় তা জানানোর চেষ্টা করব।

প্রথমেই বলে নেই আজ যে ওয়েবসাইট নিতে কথা বলব তার নাম Canva আমাদের বিখ্যাত গুগল মামার কাছে Canva লিখে সার্চ করলেই পেয়ে যাবেন ওয়েবসাইটটি। এ ছাড়া আপনার ব্রাউজারের এড্রেস বার এ লিখে নিতে পারেন www.canva.com পূর্বে Canva শুধুমাত্র ওয়েবসাইট ফরমেট এ সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এর পিসি ভার্সন ও মোবাইল ভার্সন আছে যা গ্রাফিক্স ডিজাইনের কাজকে আরোও সহজ করে দিয়েছে।

.

Canva ব্যবহার করে ফ্রি তে আপনি গ্রাফিক্স ডিজাইনের অনেক কাজ করতে পারবেন। ফ্রি তে বলতে ছোট খাটো বা মিড লেভেলের অনেক কাজ। আর আপনি যদি প্রো লেভেলের কাজ করতে চান তাহলে আপনার কিছু টাকা পয়সা খরচা করে তাদের মেম্বারশিপ নিতে হবে

.

এবার জেনে নেই কি কি করা যায় এই Canva দিয়ে। Logo design, YouTube Thumbnail design, Facebook Cover design, Facebook Post design, Poster design, Flyer design, Business card design, Brochure design, Book Cover design, postcard design সহ আরোও অনেক কিছু।

.

Canva তে প্রবেশ করার সাথে সাথেই আপনাকে বলা হবে একটি Canva ID তৈরি করার জন্য। খুব সহজেই সাইন আপ বাটনে ক্লিক করে আপনি তৈরি করে নিতে পারবেন আপনার নিজের একটি Canva ID কিন্তু তার আগে আপনার থাকতে হবে একটি জি মেইল অথবা ফেসবুক একাউন্টের মাধ্যমেও আপনি সাইন আপ করে ফেলতে পারেন।

.

আপনি যেন খুব সহজেই আপনার নির্দিষ্ট কাজটি করে ফেলতে পারেন তাই Canva তাদের ইন্টারফেস খুবই সহ ও সুন্দর করছে যাকে ইউজার ফ্রেন্ডলি বলা যায়। সাইন ইন করার পর উপরে আপনি দেখতে পাবেন একটি সুন্দর বাটন যাতে লেখা আছে Create a design বাটনটিতে ক্লিক করার সাথে সাথে পেয়ে যাবেন অনেক অপশন যেমন Logo, Facebook Post , etc আপনার পছন্দমত্ অপশনটি ক্লিক করলেই একটি Blank document চলে আসবে।Blank document হচ্ছে একটি কেনভাস যেখানে আপনি আপনার কাজ করবেন। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আপনি যে অপশনে ক্লিক করবেন স্বয়ঙ্কিয়ভাবে আপনার Blank document টি ঐ সাইজের হয়ে যাবে। মানে ধরুন আপনি Logo অপশনটি নির্বাচন করলেন এবং ক্লিক করলেন। একটি স্ট্যান্ডার্ড logo যে সাইজের থাকে আপনার Blank document টি ও ঠিক ঐ সাইজের হয়ে খুলবে। এছাড়াও Create a design বাটনটিতে ক্লিক করার পর একটি অপশন পাবেন Custom dimensions যেখানে ক্লিক করে আপনি আপনার Blank document এর width and Height এর পিক্সেল নির্বাচন করে নিতে পারবেন আপনার সুবিধামত। Create a design বাটন ছাড়াও Home ট্যাব এ একটি সার্চ বক্স পাবেন যেখানে আপনি টাইপ করলেই আপনার টাইপ অনুসারে সাজেশান দেখাবে এবং সাজেশানে ক্লিক করলেই Black document খুলে যাবে। মানে মনে করুন আপনি সার্চ বক্সে লিখলেন logo, তাহলে লিখার সাথে সাথে সাজেশান দেখতে পাবেন logo এবং সাজেশানের পাশে আপনার Blank document কত পিক্সেল এর তাও দেখতে পারবেন । তারপর সাজেশানে দেখানো logo লেখাতে ক্লিক করলেই আপনার Blank document খুলে যাবে

.

Blank document খোলার পর ঠিক বাম পাশে কিছু অপশন দেখতে পাবেন। Templates এ পাবেন অনেক pre made editable templates, Uploads এ আপনি যে কোন ছবি বা ভিডিও আপলোড করতে পারবেন এনং তা আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তবে ছবি অবশ্যই PNG বা JPG বা JPEG ফরমেট হতে হবে এবং ভিডিও MP4 ফরমেট হতে হবে, Photos হচ্ছে একটা picture library যেখানে পাবেন অনেক ছবির সমাহার , Elements এ পাবেন অনেক কিছুই যা আপনার কাজে লাগবে আপনার পছনের ফাইল বানাতে, Text এ আপনি আপনার document এ যে কোন লিখা লেখতে পারবেন অনেক রকম ডিজাইনে, Videos হচ্ছে একটা Video library যেখানে পাবেন অনেক ভিডিও এর সমাহার, Background এ পাবেন কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ। এ সব অপশনেই ফ্রি ও পেইড জিনিস গুলো আছে। যেগুলো ফ্রি সেগুলোতে Free লিখা থাকবে আর যেগুলো পেইড সেগুলোতে pro লিখা থাকবে। আপনার পছন্দের জিনিসের জন্য যে কোন একটা তে ক্লিক করলেই দেখবেন উপরে একটি সার্চ বক্স দেখাবে এবং এই সার্চ বক্সে সার্চ করে খুব সহজেই আপনার কাক্ষিত উপকরন আপনি পেয়ে যেতে পারেন। ধরুন আপনার একটি box দরকার। তাহলে Elements এ ক্লিক করুন, সার্চ বক্সে Box লিখুন, সাথে সাথে পেয়ে যাবেন অনেক ডিজাইনের box

.

কাজ শেষ হয়ে গেলে উপরের ডান পাশে Download বাটন পাবেন। ক্লিক করার পর file type নির্বাচন করে download করে নিতে পারবেন। ফ্রি ইউজার রা PNG, JPF, PDF এই তিনটি ফরমেট এ ফাইল ডাউনলোড করে সেইভ করতে পারবেন। আর প্রিমিয়াম ইউজার রা এগুলোর সাথে আরোও দুইটি অপশন পাবেন যা হচ্ছে GIF এবং MP4 Video এছাড়াও আপনার করা কাজ Canva তে Your design অপশনে সেইভ করা থাকবে যেন আপনি যে কোন সময় তা এডিট করতে পারেন।

.

এই ছিল Canva নিয়ে খুঁটিনাটি । যতটুকু জানি চেষ্টা করেছি বুঝাতে। ভুল গুলো ক্ষমার চোখে দেখবেন। আর যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানেবেন। যথাসাধ্য চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার

.

চেষ্টা করব পরবর্তীতে অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের কিছু Resource Website নিয়ে লেখার

.

আজকের মত এখানেই সমাপ্তি

ধন্যবাদ

The blog is written by,

No comments

Powered by Blogger.