Header Ads

অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের খুঁটিনাটি, Part-2 ,আপনাদের কিছু প্রশ্ন ও তার উত্তর

কিছু দিন আগে আমার অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের খুঁটিনাটি  পোস্টটি করার পর আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন জেগেছে বা অনেকেই কিছু জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারেননি। অনেকেই আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছেন। তার উপর ভিত্তি করে আমার এই লেখাটি। 

.

প্রশ্নঃ ১

PNG, JPG, JPEG মানে কি বা এটা কি কাজে লাগে?

.

উত্তরঃ

.

 

PNG একটি সংক্ষিপ্ত রুপ যার পূর্ণ রুপ হচ্ছে Portable Network Graphics  । এটি ইমেজ ফাইলের একটি ফরমেট যা ওয়েব ডিজাইনের কাজে ব্যবহার করা হয়। সাধারণত Logo  বানানোর ক্ষেত্রে ট্রান্সপারেন্ট বা সেমি ট্রান্সপারেন্ট ব্যকগ্রাউন্ডের জন্য এ ফরমেটটি ব্যবহার করা হয়। এ ছাড়া ও এ ফরমেট ব্যবহারের সুবিধা হচ্ছে JPG মানে Joint Photographic Group ফরমেট (যা ইমেজ ফাইলের Default ফরমেট) থেকে ইমেজ কোয়ালিটি দিক থেকে ভালো। ধরুন আপনি আপনার বন্ধুকে একটি ছবি পাঠালেন যা JPG ফাইল। আপনি ভালো মানের ছবি পাঠাবেন ঠিক ই কিন্তু আপনার বন্ধুর কাছে সেটা পরিষ্কার বোঝা যাবে না, কিছুটা ঘোলা দেখাবে যাকে আমরা অনেক সময় বলে থাকি ছবি ফেটে গেছে। কিন্তু আপনার ফাইল যদি হয় PNG ফরমেট তাহলে তা আর ফাটবে না। মানে PNG সর্বদা তার মান একই রকম রাখবে। এর নামেই আছে Portable মানে বহন করার জন্য সুবিধাজনক।

.

এবার আসি JPG মানে Joint Photographic Group ফরমেট যা ইমেজ ফাইলের Default ফরমেট আগেই বলেছি। এটি ও সাধারণত ওয়েব ডিজাইনের কাজে ব্যবহার করা হয়। এর সুবিধা হচ্ছে এই ফরমেট এর ফাইল খুব ই কম জায়গা নিবে। মানে ধরুন আপনার কাছে একটা PNG ছবি আছে যা ১ মেগাবাইট (1 MB) ।আপনি যদি আপনার ছবি কে JPG ফাইলে রুপান্তর করেন তাহলে তা ২০০ কিলোবাইট (200 KB) হয়ে যাবে যা আপনার ফোল্ডারের জায়গা কম নিচ্ছে।

.

এবার তাহলে JPEG যার পূর্ণ রুপ Joint Photographic Experts Group । এই ফরমেট টি অনেকটা JPG এর মতই কিন্তু পার্থক্য হচ্ছে এর ফাইল সাইজ আরোও ছোট হয়। মানে এই ফরমেট ইমেজ ফাইলকে Compressed করে । সাধারণত ডিজিটাল ক্যামেরা আমাদের মোবাইলের ক্যামেরা ( বেশীরভাগ মোবাইলে ) তে যে ছবি তোলা হুয় তা JPEG ফরমেট এ থাকে। তাছাড়া আপনি যখন ইন্টারনেট মানে WWW বা World Wide Web এ কণ ছবি upload করেন সেটা JPEG ফরমেট এ স্টোর হয়।

.

আমি এ বিষয়ে যা জানি তা বুঝাতে চেষ্টা করেছি,যা লিখেছি সম্পূর্ণটাই বেসিক। কোন ভুল হলে ক্ষমা করবেন।

.

প্রশ্নঃ  ২

.

Canva দিয়ে প্রফেশনাল কাজ করা যাবে কিনা?

.

উত্তরঃ

.

 

না, Canva সাধারণ কাজ করার জন্য। আমি আগের পোস্টে উল্লেখ করে দিয়েছি ফ্রি Canva ID বেসিক বা মিড লেভেলের কাজ করা যায় আর মেম্বারশিপ থাকলে Pro লেভেলের কিছ্য কাজ করা যায়। আমি কিন্তু কোথাও উল্লেখ করিনি প্রোফেশনাল কাজ করতে পাবেন। প্রোফেশনাল কাজ এর জন্য অবশ্যই আপনার Adobe Photoshop and Adobe Illustrator ব্যবহার করতে হবে।

 

.

প্রশ্নঃ ৩

.

 

Adobe Photoshop and Adobe Illustrator কি অনেক কঠিন? আমি কি শিখতে পারবো? আমি তো গ্রাফিক্সের কিছুই জানিনা। তাহলে কি করব?

.

 

উত্তরঃ

.

 

আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা কিন্তু আমি এখন যা জানি তা সম্পূরণটাই আমি নিজে নিজে শিখেছি, কোন কোচিং করি নাই। আমি আজ থেকে ৮ বছর আগেও আমি গ্রাফিক্স ডিজাইনের কিছুই জানতাম না। যা শিখেছি নিজে নিজে এরকম গ্রুপ থেকে, ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে শিখেছি। আর এখন আমি Fiverr এ ফ্রিলেন্সিং করছি, অনেককেই শেখাচ্ছি।  Adobe Photoshop and Adobe Illustrator আগে শেখা  যা ই ছিল না কেন এখন তা আরোও সহজ। কারন আপনি যদি Adobe Photoshop and Adobe Illustrator 2020 version  ব্যবহার করেন তাহলে সেখানে একটা learning অপশন পাবেন যার কাজ হচ্ছে আপনাকে Adobe Photoshop and Adobe Illustrator সেখানো। অপশনটি চালু রাখলে আপনি Adobe Photoshop and Adobe Illustrator এর যে কোন বাটনের উপর মাউসের কার্সর রাখলে একটা মিনি ভিডিও উইন্ডোজ খুলে যাবে যেখানে ঐ বাটনের ভিডিও টিউটোরিয়াল দেখা যাবে মানে ঐ বাটন কি কি কাজে লাগে বা তা দিয়ে কি কি কাজ করা যায় তা দেখতে পারবেন। তাও আবার কোন আনাড়ি নয় স্বয়ং Adobe Photoshop and Adobe Illustrator এর নির্মাতাদের কাছ থেকে।

.

প্রশ্নঃ ৪

.

এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে Adobe Series এর সফটওয়্যার গুলো পেইড  না ফ্রি?

.

 

উত্তরঃ

.

Adobe Series এর সফটওয়্যার গুলো পেইড কিন্তু আপনি যদি নতুন Adobe User হয়ে থাকেন তাহলে এক মাস ফ্রি ট্রায়াল ইউজ করতে পারবেন। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে কি করবো তাই না? Adobe Series এর সফটওয়্যার গুলো Torrent থেকে Pre-activated Version বা Crack Version গুলো Download করা যায়। যা আপনি অনায়েসে ফ্রি তে ব্যবহার করতে পারবেন কিছু পদ্ধতি অনুসরন করলেই। 

NOTE: যারা torrent কি জানেন না দয়া করে আগে torrent কি জানুন তারপর ডাউনলোড করবেন কারন torrent লিগাল নয়।

.

 

প্রশ্নঃ ৫

.

 

Resource Website কি?

.

উত্তরঃ

.

Resource Website হচ্ছে অনলাইনের এমন এক জায়গা যেখানে গ্রাফিক্স ডিজাইনের কিছু Editable Pre made কাজের ভান্ডার পাবেন যা Download করে খুব সহজেই customize করতে পারবেন বা আপনার কাজে ব্যবহার করতে পারবেন । Resource Website গুলোর মধ্যে FreePik  খুবই ভালো একটি website.

.

 

 

চেষ্টা করব পরবর্তীতে FreePik এর সম্পর্কে জানানোর এবং কিভাবে Resource Website আর Key word আপনার Canva এর কাজ আরোও সহজ করবে তা  নিয়ে লেখার

.

 

 

আশা করিছি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। যদি আরোও কিছু জানতে চান কমেন্টে জানাবেন। উত্তর দেওয়ার চেষ্টা করব।  

.

 

ভুল গুলো ক্ষমার চোখে দেখবেন। আজকের মত এখানেই সমাপ্তি

ধন্যবাদ


The blog is written by,

.

No comments

Powered by Blogger.