অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের খুঁটিনাটি Part-3, Resource Website for Graphics Design
গত পোস্টে
বলেছিলাম আলোচনা করবো Resource Website নিয়ে। Resource Website নিয়ে
বলতে গেলে একটি পোস্টে বলা সম্ভব নয়। তাও যথাসাধ্য চেষ্টা করব । Resource Website কি তা জানতে হলে আমার আগের করা পোস্ট পরে নিন।
আজকে যে Resource Website নিয়ে কথা
বলব তার নাম Freepik । Freepik হচ্ছে একটি Graphical Resource Website। Graphical Resource Website ছাড়াও Video Resource Website , Sound Resource Website, etc আছে। বরাবরের মতোই Google এ সার্চ
করলেই পেয়ে যাবেন অথবা আপনার ব্রাউজারের এড্রেসবার এ লিখুন www. freepik .com এবং Enter চাপুন।
.
এবার আসুন
জেনে নেই freepik আসলে কি?
.
Freepik হচ্ছে
একটি Resource Website যেখানে
আপনি পাবেন অসংখ্য
Pre-Made Editable Graphical Resource Pack যা আপনি
আপনার কাজে ব্যবহার করতে পারবেন।
.
কি কি Graphical Resource Pack পাওয়া
যায় এই freepik এ?
.
৪ ধরনের Graphical Resource Pack পাবেন। Vector File
collections, PSD file Collections, Icons, Photo Library ।
.
Freepik কি ফ্রি
নাকি পেইড?
.
আপনি Freepik সম্পূর্ণ
ফ্রি তে ব্যবহার করতে পারবেন, এর নামেই লেখা আছে ফ্রি। কিন্তু আছে কিছু লিমিটেশান।
এছাড়া বরাবরের মতোই এদের ও পেইড ভার্সন আছে।
পেইড ভার্সনে আপনি পাবেন কিছু বারতি সুবিধা এবন কিছু Resource Pack পাবেন
সেগুলো একটু প্রফেশনাল লেভেলের কিন্তু
ফ্রি ভার্সনের Resource
গুলোও খারাপ নয়।
.
Freepik এর একটা
দারুণ সুবিধা হচ্ছে কোন প্রকার রেজিস্ট্রেশন বা Sign in করা ছাড়াই
আপনি প্রতিদিন ৩ টি Resource Pack ডাউনলোড
করতে পারবেন। আর যদি প্রতিদিন আপনার ৩ টি তে না হয় মানে আরোও বেশী লাগে তাহলে
আপনার Sign
up করে একটা freepik
ID খুলতে হবে। freepik
ID খোলার সুবিধা হচ্ছে আপনি প্রতিদিন মোট ১০ টি Resource Pack ডাউনলোড
করতে পারবেন। আর যারা একটু টাকা খরচা করবেন তারা প্রতিদিন আনলিমিটেড Resource Pack ডাউনলোড
করতে পারবেন।
.
কিভাবে Sign up করবেন?
.
Freepik এ যাওয়ার
পর ওয়েবসাইটের ঠিক উপরে ডান পাশে Sign in অপশন
পাবেন। Sign
in বাটনে ক্লিক করলে একটি পপ আপ উইন্ডোস চলে আসবে যেখানে Sign in অপশনের
ঠিক বাম পাশে Sign
Up বাটন পাবেন। সেখানে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে Sign up করে
ফেলুন। Sign
up এর জন্য আপনার অবশ্যই একটি gmail থাকতে
হবে। এছাড়াও ফেসবুক বা টুইটার এর মাধ্যমে খুব সহজেই আপনি Sign Up করতে
পারবেন।
.
আমার মতে Freepik সাধারণত
ইউজার ফ্রেন্ডলি একটি ওয়েবসাইট। ওয়েবসাইটে প্রবেশ করলেই ঠিক উপরে একটি সার্চ বার
পাবেন যেখানে টাইপ করে সার্চ করলেই পেয়ে যাবেন আপনার সার্চ keyword রিলেটেড
অনেক Resource Pack ।ধরুন
আপনি একটী লোগো বানাতে চান যার মধ্যে B ডিজাইন করা লাগবে। সার্চবক্সে লিখুন B logo এবং সার্চ
করুন দেখবেন B লেখা ডিজাইন
করা Logo রেজাল্ট হিসেবে পেয়ে যাবেন।তার মধ্যে থেকে ফ্রি Resource Pack গুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর যেগুলো
পেইড সেগুলোর উপরে মাউস কার্সর নিলে একটি
ক্রাউন চিহ্ন সেখতে পাবেন। আপনার সার্চ রেজাল্টকে আরোও সুন্দর করার জন্য তার
জন্য ওয়েবসাইটের ঠিক ডান পাশে একটি ফিল্টার অপশন পাবেন। যেখানে আপনি আপনার পছন্দ
মত গুছিয়ে নিতে পারবেন আপনার সার্চ রেজাল্ট কি রকম হবে। আপনি যখন কোন কিছু সার্চ
করবেন তখন Vector
File collections, PSD file Collections, Icons, Photo Library এই ৪ টা সেক্টর থেকেই সার্চ রেজাল্ট দেখাবে
কিন্তু ফিল্টার অপশন থেকে আপনি চাইলে শুধু Icons সিলেক্ট
করলেই আপনার রেজাল্টে শুধু Icons দেখাবে। এছাড়াও ফিল্টারে অন্য কিছু অপশন
পাবেন আপনার সার্চ রেজাল্টকে সুন্দর করার জন্য তা ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবেন
আশা করছি।
.
এবার
তাহলে আসি কিভাবে ডাউনলোড করবেন। আপনার পছন্দের Resource
Pack এ ক্লিক করলেই দেখবেন আপনার Resource Pack টি একটি পপ
আপ উইন্ডোস এ খুলবে এবং তার ডান পাশেই ডাউনলোড অপশনটি দেখতে পাবেন। Download বাটনে
ক্লিক করলে ২ টি অপশন পাবেন Go Premium এবং Free Download । Free Download বাটনে
ক্লিক করলেই আপনার Resource Pack টি
ডাউনলোড হয়ে যাবে।
.
আপনি যে Resource Pack ই
ডাউনলোড করবেন তা একটি ZIP
file হিসেবে ডাউনলোড হবে। ডাউনলোডের পর Resource Pack টি
ব্যবহার করার জন্য Unzip
করে নিতে হবে। আমার মতে Unzip করার জন্য
বেস্ট সফটওয়্যার হচ্ছে WinRAR.
(PC Software) ।
.
আরোও কিছু
Resource Website এর নাম
বলে দিচ্ছি দেখে নিবেন দয়া করে।
vecteezy,videezy, videvo, pexels, pixabay, zapsplat, pinpng, mixkit
.
এই ছিল Resource
Website নিয়ে
খুঁটিনাটি । যতটুকু জানি চেষ্টা করেছি বুঝাতে। ভুল গুলো ক্ষমার চোখে দেখবেন। আর
যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যথাসাধ্য চেষ্টা করব সঠিক উত্তর
দেওয়ার।
.
আজকের মত এখানেই সমাপ্তি।
ধন্যবাদ
No comments